ফরেক্স সিগন্যাল সার্ভিস

২০১০ ফোর্থ কোয়ার্টারের (অক্টোবর ১- ডিসেম্বর ৩১), EUR/USD - এর জন্য ফ্রি সিগনাল দিচ্ছি। সিগন্যালের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
১. ঠিক কোন প্রাইসে এন্ট্রি (entry) করতে হবে, স্টপ লস (sl), ও টেক প্রফিট (tp) ভ্যালু আগেই বলে দেওয়া হয়।
২. ট্রেডটি কেন নেওয়া হলো তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়।
৩. প্রতি সপ্তাহে সাধারণত ৩ থেকে ৫ টি ট্রেড সিগন্যাল দেওয়া হয়।
৪. মানি ম্যানেজমেন্টঃ আপনার একাউন্টের ইকুইটি অর্থাৎ এখন যত ডলার আছে, প্রতিটি ট্রেড সাইজ হবে তার দ্বিগুণ পরিমাণ ডলারের। উদাঃ আপনার একাউন্টে ১০০০ ডলার থাকলে প্রতিটি ট্রেড হবে ২০০০ ডলার পরিমানের।
৫. এই সিগন্যাল সার্ভিসের ডেমো/লাইভ পারফরম্যান্স মেম্বারদের জন্য উন্মুক্ত থাকবে।

সিগন্যাল দেখতে কেমন হবে?
Trade id 001, Date 2010.08.23 Time 06:05 (GMT+৮), লিমিট বাই ইউরো/ইউএসডি মূল্য 1.2600, ষ্টপ লস: 1.2530, টেক প্রফিট: 1.2705, কারণ: ফান্ডামেন্টাল ও ৫০% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট (ডেইলি চার্টে)।

ব্যাখ্যাঃ Trade id 001 মানে এটি ০০১ নাম্বার ট্রেড, এই ট্রেড বিষয়ে পরবর্তিতে কোন প্রশ্ন থাকলে বা আলোচনা হলে এই নাম্বার উল্লেখ করে করা বিধেয়। এর পর Date 2010.08.23 Time 06:05 (GMT+৮) অর্থাৎ এই তারিখ ও সময়ে এই ট্রেডটি জেনারেট করা হয়েছে। কেও যদি ট্রেডটি পাঠানোর পর না দেখে আরো পরে দেখেন তবে এই টাইম স্ট্যাম্প দেখে ট্রেডটির উপযোগিতা অর্থাৎ ট্রেডটি তখনো নেয়া যাবে কিনা ইত্যাদি নির্ধারণ করতে পারবেন। এর পর লিমিট বাই ইউরো/ইউএসডি মূল্য 1.27, ষ্টপ লস: 1.26, টেক প্রফিট: 1.29 এটিই মূল ট্রেড। লিমিট বাই মানে মূল্য এখনো ওখানে যায়নি (এখনো মূল্য এর উপরে আছে, কমে যখন ওখানে যাবে তখন কিনবো), যদি এবং যখন  মূল্য ওখানে যাবে তখন কেনা হবে। সব ব্রোকারের প্লাটফর্মেই এই ট্রেড সেট করে রাখা যাবে। অতঃপর স্টপ লস ও টেক প্রফিট যে ভ্যালুতে দেওয়া আছে সেখানে সেট করতে হবে। কারণ: ফান্ডামেন্টাল ও ৫০% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট  এর মানে হলো, দু'টি কারণে এই ট্রেডটি নেয়া হলো, ১মঃ ফান্ডামেন্টালি মনে করা হচ্ছে ইউএসডি দুর্বল হবে (ফেডারেল রিসার্ভ কোয়ান্টিটিভ ইজিং বা সোজা বাংলায় আরো ডলার ছাপাবে বলে মনে হচ্ছে। ডলার মূলতঃ কাগজ। বেশী ছাপালে তার অন্তর্গত দাম কমে যায়)। টেকনিক্যালি, ডলারের তূলনায় ইউরোর দাম কিছুদিন ধরেই বাড়ছে (অর্থাৎ সর্ট টার্ম ট্রেন্ড উপরের দিকে), যেহেতু এখন ইউরো কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে (সম্প্রতি বুল রানের ৫০ ভাগ রিট্রেস করেছে বা ফিরে এসেছে), এই জন্য ডলারের বিপক্ষে ইউরো কিনতে চাইছি। 

এই ট্রেডটির ফলাফল কি হয়েছে?
ট্রেড ০০১ ট্রিগার করেছে 2010.08.24 Time 20:15 (GMT+৮), এটি আমাদের বিপক্ষে সর্বোচ্চ ১৪ পিপ গিয়েছিল অতঃপর ট্রেডটি আমাদের পক্ষে গিয়ে 2010.08.24 Time 22:25 (GMT+৮) সময়ে ১০৫ পিপ প্রফিট নেয়।

আপনি যদি বিনামূল্যে এই সার্ভিসটি নিতে চান তাহলে ই-মেইল করে আমাদেরকে আপনার মোবাইল নাম্বার জানান। আমাদেরকে ইমেইল করার ঠিকানা bdfx.group@gmail.com