একাউন্ট খোলার বিস্তারিত নিয়মাবলী

নির্দেশাবলী:
ধাপ ১:এই লিঙ্কে (http://bdfxgroupaaafx.zulutrade.com/) ক্লিক করুন। ক্লিক করার পর চিত্র-১ পাতাটি আসবে। সেখানে তীর চিহ্নিত জায়গাটিতে ক্লিক করুন লোগোর উপর)।

চিত্র-১ (ধাপ ১)

চিত্র-২ (ধাপ ২)

ধাপ ২ : এরপর চিত্র-২ পাতাটি আসবে। ফর্মটি পূরণ করুন। ফর্ম পূরণ করতে নাম, পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, ই-মেইল (ও আরো কয়েকটি সাধারণ ব্যাপার) এই তথ্যগুলি লাগবে।


ধাপ ৩ : নেক্সট বাটনে ক্লিক করলে চিত্র-৩ পাতাটি দেখবেন। আপনার ট্রেডিং অভিজ্ঞতা কতদিনের সেটি উল্লেখ করতে হবে। যেহেতু বেশ কিছুদিন যাবৎ আপনি আমাদের সাইটটি পড়ছেন, অভিজ্ঞতার জায়গায় ইচ্ছা হলে একবছর লিখতে পারেন।


চিত্র-৩ (ধাপ ৩)



ধাপ ৪: টার্মস ও কন্ডিশন একসেপ্ট করুন।
ধাপ ৫: আপনার ই-মেইলে ভেরিফিকেশনের জন্য একটি মেইল পাঠাবে। মেইলে গিয়ে লিঙ্কটিতে ক্লিক করে আপনার একাউন্ট ভেরিফাই করুন। ই-মেইলে আপনি লগ-ইন ও পাসওয়ার্ড ইনফরমেসন ও পাবেন। লগ-ইন করে আপনার নিজের পছন্দ মত পাসওয়ার্ড বদলে নিন।
ধাপ ৬: আপনার পরিচয়পত্র (পাসপোর্ট বা ন্যাশনাল আইডি) এর স্ক্যান কপি আপ লোড করুন। আপনার নামে আছে ও আপনার ঠিকানা লেখা আছে এরকম বিদ্যুত বিল অথবা টেলিফোন বিল অথবা ব্যাঙ্ক স্টেটম্যান্টের স্ক্যান কপি আপলোড করুন।
ধাপ ৭: ক্রেডিট কার্ড, মানিবুকার্স বা টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) করে একাউন্ট ফান্ড করুন। টিটি করে ফান্ড পাঠালে আপনার ই-মেইল আইডি ও পুরো নাম ফান্ড ট্রান্সফার ফর্মের কোথাও না কোথাও উল্লেখ করুন। একাউন্টে ফান্ড পাঠানোর পর ব্রোকার আপনাকে লগ-ইন ও পাসওয়ার্ড (মেটা ট্রেডার প্লাটফর্মের) ই-মেইলের মাধ্যমে পাঠাবে। সেই সাথে আপনাকে একটি একাউন্টের লগ-ইন ও পাসওয়ার্ড পাঠাবে।
ধাপ ৮: ট্রেড শুরু করে লাভ করতে থাকুন।


একাউন্ট খুলে আমাদের এই ঠিকানায় bdfx.group@gmail.com একটি ই-মেইল করে জানিয়ে ফ্রি সিগন্যাল নিতে পারবেন।


প্রশ্নোত্তরঃ

প্রশ্ন: এই লিঙ্কে ক্লিক করে আকাউন্ট খুললে কোন অসুবিধা হবেনাতো?
উত্তর: জ্বীনা। অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সব সময় এমন একটি ব্রোকার খুজি যেটি রেগুলেটেড, ট্রেড এক্সিকিউশনে দ্রুত, কেনা বেচার দামের মধ্যে কম স্প্রেড রাখে এবং লাভ করলে টাকা দিতে কোন রকম ঝামেলা করেনা। এসব ব্যাপারে এখনো মোটামুটি ঠিক আছে বলে মনে হয়।

লক্ষ্য করুন, আপনি যদি আমাদের লিঙ্ক দিয়ে একাউন্ট খোলেন তাহলে হয়তো প্রথম ডিপজিটের উপর তারা যে ১০% বোনাস দেয় সেটি পাবেন না। সারাজীবন আমাদের ফ্রি সিগন্যাল পাওয়ার বিনিময়ে আপনাকে এই ত্যাগটুকু করতে হতে পারে।

সম্পূরক প্রশ্ন ১: বিডিএফএক্স গ্রুপ কি আমার হয়ে আকাউন্ট খুলে দিতে সাহায্য করতে পারে?
উত্তর: 
১-আপনার পরিচয়পত্র (পাসপোর্ট বা ন্যাশনাল আইডি) এর স্ক্যান কপি
২-আপনার নামে আছে ও আপনার ঠিকানা লেখা আছে এরকম বিদ্যুত বিল অথবা টেলিফোন বিল অথবা ব্যাঙ্ক স্টেটম্যান্টের স্ক্যান কপি (যেকোন একটি হলেই হবে)
৩-ফোন নাম্বার
ই-মেইল করে পাঠিয়ে দিলে আমরা একাউন্ট খুলে দিতে সাহায্য করতে পারবো।

সম্পূরক প্রশ্ন ২: বিডিএফএক্স গ্রুপ কি ম্যানেজড একাউন্ট সার্ভিস অফার করে?

উত্তর: আমরা ট্রেড শিখি ও শেখাই। আমরা চাই প্রত্যকে ট্রেড শিখুক ও তার নিজ নিজ ট্রেড করুক। তথাপিও আমরা স্বীকার করি যে ফরেক্স শিখতে সময় লাগে। সেই শেখার সময়ে 'কেস বাই কেস' বেসিসে আমরা কিছু আকাউন্ট ম্যানেজ করতে সাহায্য করি। আপনি যদি আগ্রহী হন, ফোন নাম্বার জানিয়ে আমাদেরকে ই-মেইল (bdfx.group@gmail.com) করতে পারেন।