Friday, March 4, 2011

২০১১, সিগন্যাল পারফর্মান্স

টেবিলঃ সামারি

কিভাবে ফ্রি সিগন্যাল পেতে পারেন জানতে মেইল করুন bdfx.group@gmail.com

ট্রেড ০০১
 Trade id 001, Date 2011.03.01 Time 17:01 (GMT+৮), লিমিট বাই ইউরো/ইউএসডি মূল্য 1.377, ষ্টপ লস: 1.372, টেক প্রফিট: 1.399 কারণ: ফান্ডামেন্টাল(ইউএসডি সমস্ত মেজর কারেন্সির সাপেক্ষে দুর্বল হচ্ছে)। ট্রেণ্ডের পক্ষে।ফলাফলঃ +২২০ পিপ




ট্রেড ০০২
 Trade id 002, Date 2011.03.03 Time 19:29 (GMT+৮), লিমিট সেল ইউএসডি/ইয়েন মূল্য 82.2, ষ্টপ লস: 82.7, টেক প্রফিট: 80.5 কারণ: ট্রেণ্ডের পক্ষে। পূর্বের (সর্ট টার্ম) রেজিস্ট্যান্স পর্যন্ত রিট্রেস করলে সেল করতে চাইছি। ফলাফলঃ -৫০ পিপ
Trade id 003, Date 2011.03.03 Time 19:29 (GMT+৮), লিমিট সেল ইউএসডি/সুইস ফ্রা মূল্য 92.6, ষ্টপ লস: 93.1, টেক প্রফিট: 0.907 কারণ: ট্রেণ্ডের পক্ষে। সম্প্রতি সুইস ফ্রা ডলারের বিরুদ্ধে স্ট্রংলি ট্রেন্ডিং। পূর্বের (সর্ট টার্ম) রেজিস্ট্যান্স পর্যন্ত রিট্রেস করলে সেল করতে চাইছি। ফলাফলঃ -৫০ পিপ (Chart not included)

 
ট্রেড ০০৪
 Trade id 004, Date 2011.03.15 Time 07:20 (GMT+৮), লিমিট বাই ইউএসডি/সুইস ফ্রা মূল্য 0.921, ষ্টপ লস: 0.916, টেক প্রফিট: 0.936, কারণ: বটম অব রেঞ্জ. আশা করছি এই অঞ্চল থেকে ইউএসডি/সুইস ফ্রা উপরের দিকে যাবে। ফলাফলঃ -৫০ পিপ। মন্তব্যঃ জাপানে ভূমিকম্প ও তেজস্ক্রিয়তা, লিবিয়ায় গাদ্দাফির জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ, গাদ্দাফির বিরুদ্ধে জাতিসঙ্ঘের সামরিক অভিযানের অনুমোদন, সৌদিআরবে রাজা-বিরোধী বিক্ষোভ এসব কিছু 'রিস্ক এভারসন' বা "ঝুঁকি নিতে অনীহা" অবস্থাকে উৎসাহিত করে। রিস্ক এভারসন সেফ হেভেন কারেন্সিগুলি হলো, ইউএসডি, ইয়েন, ও সুইস ফ্রাঁ। ডলারের প্রতি বেশ কিছু মাস মানুষের আগ্রহ কমে গেছে (আমেরিকা (ফেডারেল রিসার্ভ ব্যাঙ্ক) সমানে ডলার ছাপাচ্ছে (একে কোয়ান্টেটিভ ইজিং বলে)। ইয়েন কিনতে ভয় হলো, ৮০ ইয়েনের কমে ডলার কেনা গেলে ব্যাঙ্ক অব জাপান ইন্টারভিন করতে পারে। একমাত্র সেফ হেভেন কারেন্সি রইলো সুইস ফ্রাঁ। সুইস ফ্রাঁ বেশ কিছু মাস একারণেই শক্তিশালী হয়েছে। সুইজারল্যান্ড ভেরি স্টেবল কান্ট্রি কিন্তু এর ইকোনমি খুব বড় নয়। সুইস ফ্রাঁর দাম অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারেনা। ট্রেণ্ড ঘোরার লক্ষণ দেখলে আমরা সুইস ফ্রাঁর বিরুদ্ধে একটি পজিশন ট্রেড নেবো। পজিশন ট্রেড লং টার্মের জন্য হয়, অন্তত ৩ মাস থাকবে, স্টপ লস ~২০০ পিপ কিন্তু টেক প্রফিট অনেক বেশী, অন্তত পক্ষে ১০০০ পিপ হবে)।

Trade id 005, Date 2011.03.15 Time 21:45 (GMT+৮), লিমিট বাই ইউএসডি/ইয়েন মূল্য 80.6, ষ্টপ লস: 80.1, টেক প্রফিট: 82.2, কারণ: আগের বটম (মেঝে)। ফলাফলঃ -৫০ পিপ। (Chart not included)। মন্তব্যঃ জাপানে ভয়াবহ ভূমিকম্প ও পারমাণবিক চুল্লির তেজস্ক্রিয়তা জাপানের ইকোনমিকে আঘাত করেছে। শেয়ার মার্কেট ফল করেছে, ইয়েন 'রিস্ক এভারসন' কারেন্সি হওয়ায়, জাপানের শেয়ার মার্কেট বা ইকনমি ফল করলে ইয়েনের দাম বাড়ে (ফাণ্ডামেন্টালের বিপরীত ধর্ম)। ব্যাঙ্ক অব জাপান ১৮ মার্চ ইয়েন দুর্বল করার জন্য মার্কেটে ইন্টারভিন করে অর্থাৎ প্রচুর ইয়েন বিক্রি করে দিয়ে ইয়েনের মূল্য বেশ খানিকটা কমিয়ে দেয় (প্রায় চার শ পিপ)।